মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

‘পিআর ছাড়া নির্বাচন মানে ভোট রাতে করার প্রস্তুতি’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম

আসন্ন ফেব্রুয়ারিতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

২৬ সেপ্টেম্বর ( শুক্রবার ) এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুল আলীম বক্তব্য দেন, ‘পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার প্রস্তুতি’। তিনি বাগেরহাট-৪ আসনে জামায়াতে ইসলামীর নমিনী। আগামী নির্বাচনে মোরেলগঞ্জ-শরনখোলা উপজেলার সর্বস্তরের জনগণকে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

‘দেশে পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না’, বক্তব্য দিয়ে তিনি বলেন, পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার প্রস্তুতি; যা জনগণ আর কখনও মেনে নেবে না। দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায়। পিআর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য চায়। কোন দল বা গোষ্ঠী ফ্যাসিস্টরূপে আবির্ভূত হতে না পারে সেজন্য ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি কার্যকর আছে।

তিনি আরও বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস কি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল? অন্তর্বর্তী সরকার সন্ত্রাস ও চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করতে ব্যর্থ হয়েছে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তিনি।

উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সকাল ১০ টায় বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাপড়িয়া পট্টি এসে সমাবেশে মিলিত হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের ব্যানার, স্লোগানে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাত হোসাইন, পৌর আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, উপজেলা সেক্রেটারি জেনারেল মাকছুদ আলী খান, উপজেলা যুব জামায়াতের সভাপতি সফিউল আযম সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে এ কর্মসূচির ঘোষণা করেছিল দলটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা