
		বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সেইফ এক্সিটের কথা কি আর বলব ভাই। প্রত্যেকটা উপদেষ্টা তো বিদেশী নাগরিক, দেশে কোনো গণ্ডগোল লাগলে তারা বিদেশে চলে যেতে পারবেন। কিন্তু পারবেন না আপনি, পারব না আমি। আমাদের তো কোনো দেশে ভিসা লাগানো নেই। তাই সরকারকে অনুরোধ করছি—এমন কোনো কাজ করবেন না, এমন কোনো অপকর্মে জড়াবেন না, এমন কোনো দুর্নীতি করবেন না, এমন কোনো ওয়াদা করবেন না যেটার কারণে আপনার সেইফ এক্সিটের প্রয়োজন হতে পারে। স্বচ্ছতা, সততা ও দেশপ্রেম বজায় রেখে কাজ করুন—তাহলে সেইফ এক্সিটের চিন্তা করতে হবে না।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে—এটা ধরেই আমরা এগোচ্ছি, ইনশাআল্লাহ। কেউ যদি মনে করে নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় ভোট বানচালের চেষ্টা করবে বা নির্বাচন পিছিয়ে দেবে, তাদের হুঁশিয়ার করছি—বাংলাদেশে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে।”
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, অনেকে ভাবছেন আওয়ামী লীগ নাই, তাই নির্বাচন সহজ হবে—না, এত সহজ হবে না। এখন থেকেই মাঠে প্রস্তুতি নিতে হবে।
আগামী বাংলাদেশের রূপরেখা তুলে ধরে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমাদের আগামীর বাংলাদেশ হবে চাল-ডাল সস্তার বাংলাদেশ, নিরাপদ সড়কের বাংলাদেশ। তরুণ প্রজন্মের চাকরি, অর্থনৈতিক নিরাপত্তা ও বেকার ভাতার নিশ্চয়তা থাকবে। ঘরে ঘরে তৈরি হবে দক্ষ জনশক্তি।
সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকার প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। এ সময় আশুগঞ্জ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন