
		ইসকন নিষিদ্ধসহ ৬ দাবিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর ইন্তিফাদা বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তাদের দাবি জানানো হয়।
উগ্র হিন্দুত্ববাদ, পুলিশ প্রশাসনের পক্ষপাতপূর্ণ আচরণ, ইসলাম অবমাননা ও রাষ্ট্রীয় নিষ্ক্রিয়তার অভিযোগ এনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।
সংগঠনটির অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে,
বিক্ষোভ সমাবেশে ইন্তিফাদা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ডা. মেহেদী হাসান, সদস্য আহমেদ রফিক, ইসলামি বক্তা মুহাম্মদ জসীমউদ্দিন রহমানী প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা দোষীদের শাস্তি ও দেশের নাজুক পরিস্থিতিতে রাষ্ট্রপ্রধান ও প্রশাসনের নীরবতার প্রতিবাদ জানান। এ সময় বক্তারা নানান স্লোগান দেন।
ইন্তিফাদা বাংলাদেশের সদস্য আহমেদ রফিক বলেন, এক খতিব ইসকনের বিরুদ্ধে কথা বলায় তাকে অপহরণ করে শিকলে বেঁধে মেরে ফেলে রাখা হয়। এরকম ঘটনা একের পর এক ঘটেই চলেছে। কিন্তু বিপরীতে আমরা কী দেখতে পাচ্ছি? আমরা বিপরীতে দেখতে পাচ্ছি রাষ্ট্র চুপ করে তামাশা দেখছে। প্রশাসন অপরাধীদের বাঁচানোর জন্য আয়োজন করছে। সুশীল সমাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ দায় নিতে চায় না।
তিনি আরও বলেন, কেউ কেউ আবার ইসলামি রাজনীতির কথা বলেন। কিন্তু যখন কোরআন অবমাননা হয়, যখন রাসুলের অবমাননা হয়, যখন মুসলিম নারীদের নিশানা বানানো হয়- তখন তাদের খুঁজে পাওয়া যায় না।
মুহাম্মদ জসীমউদ্দিন রহমানী বলেন, ইসকন কোনো হিন্দু সংগঠন নয়। এটি ইহুদিদের তৈরি চরমপন্থি সংগঠন। এরা একের পর এক অপরাধ করে যাচ্ছে।
ইন্তিফাদা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ডা. মেহেদী হাসান বলেন, আমরা বিচার চাইতে এসেছি। সরকার বিচার করলে আমরা শান্ত থাকবো। কিন্তু আমরা বিচারের নামে প্রহসন দেখছি। এসব ঘটনায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কোনো বিবৃতি দেখছি না।
বিক্ষোভ সমাবেশ শেষ তারা একটি মিছিল নিয়ে শাপলা চত্বরের দিকে যান।
মন্তব্য করুন