
		আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এতে চট্টগ্রাম থেকে মনোনিত প্রার্থীরা হলেন,
চট্টগ্রাম-১ থেকে নুরুল আমিন (চেয়ারম্যান), চট্টগ্রাম-২ থেকে সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৩ বরাদ্ধ হয়নি, চট্টগ্রাম-৪ থেকে কাজী সালাউদ্দীন, চট্টগ্রাম-৫ থেকে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৬ বরাদ্ধ হয়নি, চট্টগ্রাম-৭ থেকে হুম্মম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ থেকে এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ বরাদ্ধ হয়নি, চট্টগ্রাম-১০ থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১১ বরাদ্ধ হয়নি, চট্টগ্রাম-১২ থেকে মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম-১৩ থেকে সরওয়ার কামাল নিজাম, চট্টগ্রাম-১৪ বরাদ্ধ হয়নি, চট্টগ্রাম-১৫ বরাদ্ধ হয়নি, চট্টগ্রাম-১৬ থেকে মিশকাতুৃল ইসলাম চৌধুরী পাপ্পা।
এছাড়া, কক্সবাজার-১ থেকে সালাহউদ্দিন আহমেদ, কক্সবাজার-২ বরাদ্ধ হয়নি, কক্সবাজার-৩ থেকে লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-৪ থেকে শাহজাহান চৌধুরী।
তিন পার্বত্যাঞ্চল থেকে যারা পেলেন:
খাগড়াছড়ি থেকে আবদুল ওয়াদুদদ ভুঁইয়া,
রাঙামাটি থেকে দীপেন দেওয়ান,
বান্দরবান থেকে সাচিং প্রু।
মন্তব্য করুন