
পটুয়াখালী-৪ আসনে (কলাপাড়া-রাঙ্গাবালী) বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব এবিএম মোশাররফ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হিসেবে জাতীয় নির্বাহী কমিটিতে রয়েছেন। আজ সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় রাঙ্গাবালী উপজেলা বিএনপি-যুবদল ও ছাত্রদলের নেতৃত্বে আনন্দ মিছিল বের করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। আজ সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে প্রায় চার ঘণ্টাব্যাপী বৈঠক হয় বিএনপির স্থায়ী কমিটির। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই দীর্ঘ বৈঠকেই ২৩৭ আসনে বিএনপির মনোনীতদের তালিকা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
মন্তব্য করুন