
		সৌদি আরব সংবাদদাতা: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সৌদি আরব লক্ষীপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হোটেল ডি প্যালেসে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক হাজী মো. মোশতাক মিয়া।
এসময় তিনি বলেন, আর্থসামাজিক উন্নয়নে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে আগামী নির্বাচনে বিএনপিকে সরকার গঠন করতে হলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
লক্ষীপুর জেলা বিএনপির প্রধান পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সংগঠনের প্রধান উপদেষ্টা ফারুক আহমেদ চানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি সোনিয়া আক্তার স্মৃতি।
লক্ষীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারী সহ জাতীয়তাবাদী দল বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
এসময় লক্ষীপুর জেলা বিএনপির পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি হাজী মোঃ মোশতাক মিয়া এবং বিশেষ অতিথি সোনিয়া আক্তার স্মৃতিকে আজীবন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সবশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন মাওলানা আরিফুল ইসলাম।
মন্তব্য করুন