
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজানে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (এবিসিসির) ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ই মার্চ) সিডনির রিভারউডের কঙ্কা ডোরাতে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শেখ হাসান এলসেতোহি ব্যবসায়ীদের ইসলামের বিভিন্ন নির্দেশনা নিয়ে আলোচনা করে। এরপর এবিবিসির চেয়ারপারসন ফয়েজ দেওয়ান সকলকে শুভেচ্ছা জানান ও আমন্ত্রিত অতিথিদের মাঝে এবিবিসির বিগত বছরের কার্যক্রম ও সফলতা তুলে ধরে বক্তব্য রাখেন। এছাড়াও তিনি ভবিষ্যত কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। এসময় অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের স্বরাষ্ট্র ও অভিবাসন মন্ত্রী টনি বার্ক দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির ওপর জোর দেন। তিনি বাংলাদেশে আবারো অস্ট্রেলিয়ান ভিসা প্রক্রিয়া সেন্টার খোলার কথাও জানান।
এরপর ইসলামিক স্কলার শেখ হাসান এলসেতোহি ও অনুষ্ঠানের স্পন্সরদের হাতে ফুলের তোড়া তুলে দেন। এরপর নৈশভোজ ও বিজনেস নেটওয়ার্কিং পর্বের মাধ্যেমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এসময় অনুষ্ঠানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী নেতা ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন