
		নিজস্ব প্রতিবেদক: তথ্য প্রযুক্তির কল্যাণে বিশ্বে এখন এক অভিন্ন গ্রামে রুপ নিয়েছে। মুহূর্তের মধ্যে ঘরে বসেই দেশ বিদেশের খবর নেয়া সম্ভব হচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসীদের গুরুত্ব আরো বেড়েছে। তাদের সম্পৃক্ততা, কাজ দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করছে।
এই লক্ষ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (তোসোরা এপ্রিল) অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল (এবিবিসি) আয়োজন করেছে ‘আন্তঃজাতীয়তার যুগে প্রবাসীদের সম্পৃক্তকরণ’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান। পার্ক হায়াত হোটেলে অনুষ্ঠিত এ সভায় প্রবাসী বাংলাদেশিদের আন্তর্জাতিক সম্প্রদায় ভূমিকা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ড. আনিসুজ্জামান চৌধুরী এবং নবনিযুক্ত অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন।
তারা প্রবাসীদের অবদানের গুরুত্ব এবং ভবিষ্যতের সম্ভাবনার ওপর আলোকপাত করেন। অধ্যাপক আনিসুজ্জামান চৌধুরী বর্তমান অন্তর্র্বতী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সাফল্য তুলে ধরেন এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রবাসীদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান।
মন্তব্য করুন