মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সৌদিতে নানা ব্যবসায় বাংলাদেশিদের সাফল্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৩:৫৩ এএম

নিজস্ব প্রতিবেদক: আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে মডেল সৌদি আরব গড়ায় কাজ করেছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরই ধারাবাহিকতা দেশটির অবস্থানরত বিভিন্ন দেশের অভিবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ার পাশাপাশি নিজের নামে ব্যবসা করার সুযোগ করে দিয়েছেন ।

সৌদি আরবে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য রয়েছে তার সুদূর প্রসারী পরিকল্পনা। যা ভিশন টুয়েন্টি থার্টি নামে পরিচিত। এরই মধ্যে বেশ কিছু পরিকল্পনা বাস্তবে রুপ দিয়েছেন তিনি।

সৌদি আরবে বিনিয়োগের সুবিধা নিয়ে শ্রমিক থেকে উদ্যোক্তা হয়ে সাবলম্বী হচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। কয়েক বছর ধরেই বেড়েছে এই প্রবণতা।

সাধারণত সৌদিতে এসে নির্মাণ, ড্রাইভিং, গার্মেন্টসসহ নানা খাতে কাজ করে অর্থ সঞ্চয় করে ছোট ছোট ব্যবসায় নামছেন বাংলাদেশিরা। বিনিয়োগ করছেন রেস্তোরাঁ, ট্রাভেল এজেন্সি,ডিজিটাল মার্কেটিং আমদানি রপ্তানিসহ নানা ব্যবসায়।

ঠিক এমনি অদম্য ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে সৌদির রিয়াদে নারী উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন নাসিমা আক্তার। সম্প্রতি নিজের নামে ফাস্টফুড রেস্টুরেন্ট চালু করেছেন তিনি।

নাসিমার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

এদিকে সৌদি উদ্যোক্তাদের সঙ্গে পাটনারশিপে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকও হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে বাংলাদেশিদের কর্মসংস্থানের পাশাপাশি বাড়ছে রেমিট্যান্স প্রবাহ। আবার এসব উদ্যোগের কারণে কাজের সুযোগও পাচ্ছেন প্রবাসীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও ৩১০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠালো লিবিয়া
আরও ৩১০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠালো লিবিয়া
আমিরাতে ৪০ লাখ টাকার স্বর্ণ জিতলেন বাংলাদেশি বিক্রয়কর্মী
আমিরাতে ৪০ লাখ টাকার স্বর্ণ জিতলেন বাংলাদেশি বিক্রয়কর্মী
মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো এজেন্সি নির্বাচনে নতুন মানদণ্ড
মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো এজেন্সি নির্বাচনে নতুন মানদণ্ড
সিডনির ক্যাম্পবেলটাউনে আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ নির্মাণ নিয়ে মত বিনিময়
সিডনির ক্যাম্পবেলটাউনে আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ নির্মাণ নিয়ে মত বিনিময়