
নিজস্ব প্রতিবেদক: শ্রম বাজার খুলছে মালয়েশিয়ায়। শ্রমিক নেয়ার ক্ষেত্রে বাংলাদেশকেই বেশি প্রাধান্য দেবে দেশটি। একথা জানিয়েছেন মালয়েশিয়ায় সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এছাড়া গত বছর শেষ মুহূর্তে যেসব কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেনি তাদের প্রবেশের সুযোগ সৃষ্টি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সে দেশের মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় মালয়েশিয়ায় নতুন শ্রম বাজার খোলার খবর দিয়ে তিনি জানান, আগামীতে শ্রমিক নেয়ার ক্ষেত্রে বাংলাদেশকেই প্রাধান্য দেবে দেশটি।
এছাড়া এ ভিডিও বার্তায় তিনি বলেন, গত বছর শেষ মুহূর্তে যেসব কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেনি খুব দ্রুত সেসব কর্মী সে দেশে যাওয়ার সুযোগ পাবেন।
মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে আলোচনা করতে ১৩ মে উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধিদল দেশটিতে সফর করছেন।
মন্তব্য করুন