মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

রাতভর বৃষ্টিতে ডুবেছে রাজধানীর বহু সড়ক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৯:৫৭ এএম

একটু বৃষ্টিতেই ডুবে যায় রাজধানীর বিভিন্ন সড়ক। জলাবদ্ধতায় সৃষ্ট প্রকট যানজটে নাভিশ্বাস ওঠে নগরবাসীর। ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় রাস্তায়। কিছু কিছু এলাকায় পানি ঢুকেছে বাড়ি ঘরেও। ভারী বৃষ্টিতে সড়কে জলজটের কারণ হিসেবে সিটি করপোরেশনের গাফিলতিকে দুষছেন সাধারণ মানুষ। এ থেকে প্রতিকার চান তারা।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার ভোর থেকে সারা দেশে বৃষ্টি শুরু হয়। কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও বা অতিভারী। এতে রাজধানীর মূল সড়ক থেকে শুরু করে অলি-গলিতে দেখা দেয় দিনভর জলাবদ্ধতা।

রাজধানীর ধানমন্ডি, মিরপুর, মহাখালী, বাড্ডাসহ বিভিন্ন সড়ক ডুবে যায়। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় কোথাও কোথাও কোমড় পানি জমে। বাড়ি ঘরে পানি ঢুকে পড়ায় দুর্ভোগের সীমা নেই সাধারণ মানুষের।

এই পানির মধ্যেই কর্মস্থলে ছুটেছে মানুষ। আবার কেউবা মাথায় পলিথিন বেঁধে পানি মারিয়ে কোনোরকমভাবে বাসে বাড়ির পথ ধরেন। সড়কে জলজটের কারণে ক্ষোভ ঝাড়েন অনেকে।

একেতো বৃষ্টিতে সড়কে পানি, অন্যদিকে মরার উপর খড়ার ঘাঁ ‘যানজট’। নিরুপায় হয়ে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে সময় কাটান যাত্রীরা। যানজটে মধ্যরাতেও স্থবির রাজধারী বহু সড়ক। নিজেদের ক্ষোভ এভাবেই প্রকাশ করেন গাড়ির চালক ও যাত্রীরা।

সড়কে জলাবদ্ধতা থেকে স্বস্তি দিতে সিটি করপোরেশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহবান জানিয়েছে নগরবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়মনসিংহে দীর্ঘ বাস ধর্মঘটে যাত্রীদের ভোগান্তি
ময়মনসিংহে দীর্ঘ বাস ধর্মঘটে যাত্রীদের ভোগান্তি
অস্বাস্থ্যকর ঢাকার বায়ুর মান
অস্বাস্থ্যকর ঢাকার বায়ুর মান
প্রায় ১৯ কিলোমিটার যানজটের কবলে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়ক
প্রায় ১৯ কিলোমিটার যানজটের কবলে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়ক
রাজধানীতে হালকা বৃষ্টির পূর্বাভাস
রাজধানীতে হালকা বৃষ্টির পূর্বাভাস