
		ক্রীড়া ডেস্ক: তাসকিন আহমেদের রেকর্ড গড়া বোলিংয়ে এবারের বিপিএল ক্রিকেটে নিজেদের প্রথম জয় পেয়েছে দুর্বার রাজশাহী।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, দুর্বার রাজশাহী ৭ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালকে।
আগে ব্যাট করে, ঢাকা ক্যাপিটাল ৯ উইকেটে ১৭৪ রান তোলে। ঢাকার পক্ষে শাহাদাত হোসেন সর্বোচ্চ ৫০ রান করেন। রাজশাহীর পক্ষে ১৯ রানে ৭ উইকেট নেন তাসকিন আহমেদ।
বিপিএল ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে এটি যে কোন বোলারের সর্বোচ্চ উইকেট।
বিপিএল ক্রিকেটে এক ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ড গড়তে তাসকিন পেছনে ফেলেছেন মোহাম্মদ আমেরকে।
জবাবে, এনামুল হক বিজয় ও রায়ান বার্লের জোড়া হাফ সেঞ্চুরিতে ১৮ ওভার ১ বলে জয় পায় দুর্বার রাজশাহী। বিজয় ৭৩ ও রায়ান ৫৫ রানে অপরাজিত থাকেন।
একই ভেন্যুতে আরেক খেলায় লড়ছে বরিশাল ও রংপুর।
মন্তব্য করুন