
		ক্রীড়া ডেস্ক: বিপিএলের টিকেট না পেয়ে আজও মিরপুর স্টেডিয়ামের গেট ভাঙচুর ও টিকেট বুথে আগুন দিয়েছে দর্শক-সমর্থকরা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১২টায় বুথ থেকে টিকিট না থাকার ঘোষণা দিলে ক্ষুদ্ধ হয়ে ওঠেন দর্শকরা। পরে মিরপুর স্টেডিয়ামের পাশে সুইমিং কমপ্লেক্সের বাইরের গেট ভাঙচুর করেন তারা।
একপর্যায়ে সুইমিং কমপ্লেক্সের ভিতরে ঢুকে গ্লাস ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর চালায়।
এরপর কাউন্টারে আগুন লাগিয়ে দেন একদল ক্ষুদ্ধ দর্শক। তবে কাছেই ফায়ার সার্ভিস স্টেশন থাকায় বড় কোন ক্ষতি হয়নি।
পরিস্থিতি শান্ত করতে শেষ পর্যন্ত পুলিশকে লাঠিচার্জ করতে হয়।
মন্তব্য করুন