
		ক্রীড়া ডেস্ক: সিডনি টেস্ট ক্রিকেটের দ্বিতীয় দিনে আধিপত্য দেখিয়েছেন বোলাররা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে, দ্বিতীয় দিন শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১৪৫ রানে এগিয়ে ভারত, হাতে রয়েছে ৪ উইকেট।
বোর্ডার-গাভাস্কার ট্রফি’র শেষ টেস্টের দ্বিতীয় দিনে দু’দলের বোলাররা ১৫ উইকেট শিকার করেছেন। ১ উইকেটে ৯ রানে দিন শুরু করা, অজিরা প্রথম ইনিংসে অলআউট হয় ১৮১ রানে। অস্ট্রেলিয়ার বেয়াও ওয়েবস্টার সর্বোচ্চ ৫৭ রান করেন।
সফরকারী দলের মোহাম্মদ সিরাজ ও প্রসিদ কৃষ্ণা ৩টি করে উইকেট পান। প্রথম ইনিংসে ভারত ৪ রানে লিড নেয়।
দ্বিতীয় ইনিংসে ভারতের শীর্ষ ব্যাটসম্যানদের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। জয়সোয়াল, কে এল রাহুল, শুভমান গিল ও ভিরাট কোহলি আউট হন স্বল্প রানে। ঋষাভ পান্ত ৬১ রান করে প্রাথমিক চাপ সামাল দেন। দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১৪১ রান।
মন্তব্য করুন