
		এস.এম.সুমন : আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসরের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সাবেকরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুক্রবার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার অবসরের ঘোষণা দেন। ওয়ানডেতে দেশের পক্ষে সবচেয়ে বেশি রান এই ব্যাটারের। মাঠে তামিম ইকবালকে মিস করবেন বলে ফেসবুকে আবেগঘন বার্তা দিয়েছেন দীর্ঘ দিনের সতীর্থ মুশফিকুর রহিম ও জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান ছিলেন তামিম ইকবাল। দেশের পক্ষে ব্যাটসম্যান হিসেবে বেশিরভাগ রেকর্ডই আছে তামিম ইকবালের নামের পাশে। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে সেঞ্চুরি করা বাংলাদেশি একমাত্র ক্রিকেটার তামিম। শুধু তাই নয়, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দেশের পক্ষে সবচেয়ে বেশি রানের মালিকও তামিম। ওয়ানডেতে ১৪টি সেঞ্চুরি করেছেন তামিম, যা এই ফরম্যাটে বাংলাদেশের যে কোন ক্রিকেটারের সর্বোচ্চ। ওয়ানডেতে এই ব্যাটসম্যান করেছেন ৮ হাজার ৩৫৭ রান।
আগামী মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে যখন তামিমকে দলে ফেরানোর চেষ্টা করছিলো বিসিবি, তখনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে একটি পোস্ট দিয়ে তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। এর আগে, ২০২৩ সালের জুলাই মাসে তামিম ইকবাল জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে অবসর ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই তৎকালীন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। কিন্তু এরপর আর জাতীয় দলের জার্সিতে তামিম ইকবালকে নিয়মিত দেখা যায়নি। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া তামিম অভিষেকের পর থেকেই আগ্রাসী ব্যাটিং দিয়ে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছিলেন।
তামিম ইকবালের একেবারে অবসরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তার এক সময়ের সতীর্থ ও সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস। দেশের জন্য তামিম অনেক অবদান রেখেছেন বলেও জানান তিনি।
দীর্ঘদিন এক সাথে মাঠে তামিম ইকবালের সাথে খেলেছেন মুশফিকুর রহিম। তামিমের অবসরের ঘোষণায় নিজের ফেসবুক পেইজে আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। লিখেছেন দুবাইয়ে ২০১৮ সালে এশিয়া কাপ ক্রিকেটে ইনজুরি নিয়েও যে সাহস নিয়ে তিনি এক হাতে ব্যাট করেছিলেন সেটা তরুণদের সামনে এক বিরাট দৃষ্টান্ত হয়ে থাকবে। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুভ কামনা জানিয়েছেন তামিম ইকবালকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে।
মন্তব্য করুন