
		ক্রীড়া প্রতিবেদক: দেশি ক্রিকেটারদের আধিপত্য দিয়ে বিপিএল ক্রিকেটের সিলেট পর্ব শেষ হয়েছে। ঢাকার প্রথম ধাপ ও সিলেট পর্ব শেষে ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান জাকির হাসান ও সবচেয়ে বেশি উইকেট তাসকিন আহমেদের। বিপিএল ক্রিকেটে আজ ও আগামীকাল বিরতি। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের খেলা।বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল ক্রিকেটের সিলেট পর্ব শেষ হয়েছে। ঢাকার প্রথম ধাপ ও সিলেট পর্ব শেষে দেশি ক্রিকেটাররা আধিপত্য দেখিয়েছে। ৬ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়ে বোলারদের তালিকার শীর্ষে আছেন দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ। ঢাকায় এক ম্যাচে ৭ উইকেট পাওয়া তাসকিন সিলেট পর্ব শেষেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন এই স্পিড স্টার।৫ ম্যাচ খেলে ১১ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন খুলনা টাইগার্স দলের আবু হায়দার। আর ৬ ম্যাচ খেলে ১১ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন সিলেট দলের তানজিম হাসান সাকিব।ব্যাটিংয়েও আধিপত্য দেখাচ্ছেন বাংলাদেশি ক্রিকেটাররা। ৬ ম্যাচ খেলে তিন হাফ সেঞ্চুরিতে ২৫১ রান করে শীর্ষে আছেন সিলেট দলের জাকির হাসান। চিটাগাং কিংসের পাকিস্তানী খেলোয়াড় ওসমান খান চার ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও ২ হাফ সেঞ্চুরিতে ২৪৯ রান নিয়ে ব্যাটারদের তালিকায় রান সংগ্রহে দ্বিতীয় স্থানে রয়েছেন। এক সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরিতে সাত ম্যাচ খেলে ২৪৬ রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন ঢাকা দলের তানজিদ হাসান। ২৪০ রান করে চতুর্থ স্থানে আছেন ঢাকা দলের আরেক ক্রিকেটার লিটন দাস।সাত ম্যাচ খেলে সবক’টিতে জয় নিয়ে তালিকার শীর্ষে আছে রংপুর রাইডার্স। চার ম্যাচ খেলে তিন জয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে চিটাগাং কিংস। আর বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল দল ৫ ম্যাচ শেষে ৩ জয় ও দুই পরাজয়ে তৃতীয় স্থানে আছে। সাত ম্যাচ খেলে একটিতে জয় নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে রুপালি পর্দার নায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটাল।
মন্তব্য করুন