মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মালানের অর্ধশতকে চিটাগংকে হারালো বরিশাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১২:১০ পিএম

অনলাইন ডেস্ক: ডেভিড মালানের ৪১ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংসের সুবাদে চট্টগ্রাম কিংসকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে ফরচুন বরিশাল।

রোববার (১৯ জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে গেছে বরিশাল।

এদিন ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আজ দলীয় ১৪ রানেই প্রথম উইকেট হারায় বরিশাল। তামিম ইকবালের সঙ্গে আজ ওপেন করতে নেমেছিলেন ইংলিশ তারকা ক্রিকেটার ডেভিড মালান। মালানের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান আউট হন তামিম। সাজঘরে ফেরার আগে বরিশালের অধিনায়ক ১৪ বলে করেন ৮ রান। তামিম রান আউট হয়ে ফেরার পরের ওভারেই সাজঘরের পথ ধরেন তাওহিদ হৃদয়। টাইগার এই ক্রিকেটার ৪ বলে ১ রান করে আউট হন। এরপর মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহও দলের হাল ধরতে পারেননি। দলীয় ৩২ রানে মুশফিক এবং ৫৩ রানে আউট হন মাহমুদউল্লাহ।

৫৩ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল বরিসশাল। তবে একপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অপরপ্রান্তে ছিলেন মালান। ইংলিশ এই ব্যাটার মোহাম্মদ নবীকে নিয়ে দলের হাল ধরেন। চাপ সামলে স্কোরবোর্ডে রান তুলেন এ দুইজন। দুজন মিলে শেষ পর্যন্ত গড়েছিলেন ৬৯ রানের অপরাজিত জুটি। এ জুটিতেই জয়ের বন্দরে ভিড়ে বরিশাল। দলকে জেতাতে ৫৬ রান করে অপরাজিত ছিলেন মালান।

বল বরিশালের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন ফাহিম আশরাফ ও রিপন মণ্ডল। চিটাগংয়ের হয়ে ২ উইকেট নেন পেসার খালেদ আহমেদ।

এদিকে ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বরিশাল। সমান ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চিটাগং।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা