
		কক্সবাজার সংবাদদাতা: তারুণ্যের উৎসব উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৭ বালক-বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
রোববার (১৯ই জানুয়ারি) বিকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে ছয়দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় অনুষ্ঠিত আয়োজনের উদ্বোধনী খেলায় বালিকা গ্রুপে রামু উপজেলা ৪-০ গোলে মহেশখালী উপজেলা ফুটবল দলকে এবং বালক গ্রুপে মহেশখালী উপজেলা ২-০ গোলে রামু উপজেলা ফুটবল দলকে পরাজিত করে।
নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট কক্সবাজার পৌরসভাসহ নয় উপজেলার অনুর্ধ্ব ১৭ বালক ও বালিকা গ্রুপের ২০টি ফুটবল দল অংশগ্রহণ করছে।
মন্তব্য করুন