
		ক্রীড়া ডেস্ক : সেন্টকিটসে ৩ ম্যাচের ওয়ানডে নারী আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম খেলায় বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে।
আগে ব্যাট করে ৯ উইকেটে ১৯৮ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেছেন শারমিন আখতার। এছাড়া, ৪০ রান করেছেন মুর্শিদা খাতুন।
উইন্ডিজের পক্ষে ৩ উইকেট নিয়েছেন ডিয়ান্ড্রা ডটিন।
লক্ষ্য তাড়া করতে নেমে উইন্ডিজ অধিনায়ক ও ওপেনার ব্যাটার হেইলি ম্যাথিউসের ম্যাচ সেরা অপরাজিত ১০৪ রানের ইনিংসে ভর করে ১৮ ওভার ২ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা। এছাড়া ৭০ রান করেন কিয়ানা জোসেফ।
মন্তব্য করুন