
		ক্রীড়া ডেস্ক: চট্টগ্রামে বিপিএল ক্রিকেটে আজ বিরতি। আগামীকাল অনুষ্ঠিত হবে দু’টি খেলা।
জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে চিটাগং কিংস। ৮ ম্যাচ খেলে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে চিটাগং। প্লে-অফ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয়ের বিকল্প নেই মিঠুন-নাঈমদের। সবশেষ ম্যাচে রাজশাহীকে ১১১ রানের বড় ব্যাবধানে হারিয়ে আত্মবিশ্বাসী এখন স্বাগতিকরা।
অন্যদিকে, কাগজে-কলমের এখনও প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে ঢাকা। এই ম্যাচ জিতলে সেরা চারের লড়াইয়ে উঠে আসবে থিসারা পেরেরার দল। এদিকে, সন্ধ্যা সাড়ে ৬টায় দিনের আরেক খেলায় মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স।
মন্তব্য করুন