
		সাজ্জাদ সাজ : বিপিএল ক্রিকেটের ১১তম আসরে মাঠের পারফরম্যান্সের চেয়ে বিতর্ক হচ্ছে বেশি। ক্রিকেটারদের পারিশ্রমিক না দেয়া, স্পট ফিক্সিং সন্দেহের নানা ইস্যুতে বিতর্কিত হচ্ছে এবার বিপিএল। ফিক্সিংয়ের বিষয়ে বিসিবি ও আকসু তদন্ত করছে বলে জানিয়েছেন বোর্ড পরিচালক ইফতেখার রহমান।
অনেকটা হাক-ডাক দিয়ে এবারের বিপিএল গত আসরগুলোর চেয়ে আকর্ষণীয় ভাবে আয়োজনের কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে বিতর্কের দিক দিয়ে অন্য আসরগুলোকে ঠিকই ছাড়িয়ে যাচ্ছে বিপিএলের ১১তম আসর।
শুরুতে টিকেট না পেয়ে বিসিবির গেট ভাঙ্গচুর, আগুন দেয়ার ঘটনা ঘটেছে এবারের বিপিএলে। এছাড়া পেমেন্ট না পাওয়ায় অনুশীলন বর্জন করেছিলেন রাজশাহী দলের ক্রিকেটারা। পরে বিসিবির সভাপতির হস্তক্ষেপে ক্রিকেটাররা মাঠে ফিরলেও সমস্যা পুরোপুরি সমাধান হয়নি। এখনো ফ্র্যাঞ্চাইজির মালিকের কাছ থেকে কোন টাকা পাননি অনেক দেশী-বিদেশী ক্রিকেটার।
অনেকটা হযবরল অবস্থায় পরিণত হয়েছে বিপিএলের এবারের আসর। এসব দায় স্বীকার করে সমাধানের পথ খুঁজছে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু।
বিপিএল ক্রিকেটে স্পট ফিক্সিংয়ের কেলেঙ্কারির কালিমাও লেগেছে। খুলনা টাইগার্সের ওসান থমাস চিটাগাং কিংসের বিপক্ষে খেলায় এক বলে ১৫ রান দিয়েছেন। ওই এক বলেই ওয়াইড, নো দিয়েছেন অসংখ্যা। তাতেই সন্দেহ জেগেছে ফিক্সিংয়ের। এই বিষয়গুলো নিয়ে তদন্ত করছে বিসিবি ও আকসু।
আগামী শনিবার হবে বিসিবির বোর্ড সভা। ওই সভায় বিসিবির গঠনতন্ত্র সংশোধনসহ, ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন