
		ক্রীড়া ডেস্ক : সেন্ট কিটসে ৩ ম্যাচের নারী আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট সিরিজের শেষ খেলায় বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
এই ম্যাচে হারায় আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
টস জিতে আগে ব্যাট করে শার্মিন আখতারের সর্বোচ্চ ৩৭ রানের ইনিংসে ভর করে ১১৮ রানে সব উইকেট হারায় বাংলাদেশ।
জয় পেতে লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেটে ১২২ রান করে ২২ ওভার ৩ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেছেন কিয়ানা জোসেফ। এছাড়া, ৩৩ রান করে অপরাজিত ছিলেন ডান্ডি ডট্টিন। ২৫ রানে অপরাজিত ছিলেন শ্যামেন ক্যাম্পবেল। আর দলের পক্ষে এই ম্যাচে ৪ উইকেট শিকার করে ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন কারিশমা রামারাক।
এই ম্যাচ দিয়ে নারী চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের খেলা বাংলাদেশ নারী দল শেষ করল পয়েন্ট তালিকার সপ্তম স্থানে থেকে। আর পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থান পর্যন্ত থাকা দলগুলো সরাসরি খেলার সুযোগ পাবে আগামী ওয়ানডে বিশ্বকাপে।
মন্তব্য করুন