
		নিজস্ব প্রতিবেদক: বিপিএল ক্রিকেটে ফিক্সিং গুঞ্জন ও পারশ্রমিক বির্তক নিয়ে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। পরিচালনা পরিষদের ১৭তম জরুরি সভা শেষে একথা জানান দুই পরিচালক মহাবুবুল আনাম ও ইফতেখার রহমান। এছাড়া ক্লাবগুলোর আপত্তিতে গঠনতন্ত্র সংশোধনী কার্যক্রম স্থগিত করেছে বিসিবি।
বিপিএল ক্রিকেটের ১১তম আসরে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে। এক টাকাও পারিশ্রমিক না পেয়ে এবারের বিপিএল খেলতে নেমে ছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার। এছাড়া, বিপিএল টুর্নামেন্ট চলাকালীন কিছু সন্দেহজনক বিষয়ও চোখে পড়েছে। ম্যাচ ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগও উঠেছে বিপিএলে।
শনিবার (২৫শে জানুয়ারি) বিসিবি’র জরুরি সভা শেষে জানানো হয়, ভবিষ্যতে বিপিএল নিয়ে এমন বিব্রতকর পরিস্থিতিতে যেন না পরতে হয় সেই বিষয় সতর্ক থাকবে বোর্ড। এছাড়া, নাজমুল আবেদীন ফহিমকে আহ্বাহক করে বিসিবির যে গঠনতন্ত্র সংশোধনী করা হয়েছিলে তা স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়া বোর্ড সভায় স্ট্যাডিং কমিটিও চূড়ান্ত করেছে বিসিবি।
মন্তব্য করুন