
		ক্রীড়া ডেস্ক: মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট বিশ্বকাপে আজ মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত। চলতি আসরে নিজেদের ২ ম্যাচে ১ জয় ও ১ হার নিয়ে সুপার সিক্স পর্বে নিজেদের গ্রুপে চতুর্থ স্থানে আছে বাংলাদেশ।
সেমিফাইনালে খেলার আশা টিকিয়ে রাখতে ভারতের বিপক্ষে জয় পাওয়া জরুরি বাংলাদেশের মেয়েদের। তাই নিজেদের সেরাটা দিয়ে খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।
এদিকে, এখন পর্যন্ত ম্যাচ হারেনি ভারত। দলটির লক্ষ্য বাংলাদেশকে হারিয়ে অপরাজিত থেকেই টুর্নামেন্টে এগিয়ে যাওয়া। কুয়ালালামপুরের বায়োমাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় খেলাটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।
মন্তব্য করুন