
		ক্রীড়া ডেস্ক: মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সুপার সিক্স পর্বে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদশ।
টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান করে বাংলাদেশ। ২৯ বলে সর্বোচ্চ ২১ রান করেছেন অধিনায়ক অধিনায়ক সুমাইয়া আখতার। ১৪ রান করেছেন জান্নাতুল মাওয়া। এছাড়া ব্যাট হাতে দুইয়ের অংকেই রান করতে পারেনি আর কেউ। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন ভাইশনাভি শর্মা।
জয় পেতে লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার ব্যাটার গোঙ্গাদি তৃষার ৪০ রানের ইনিংসে ভর করে ২ উইকেটে ৬৬ রান করে ১২ ওভার ৫ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় ভারত।
এই পর্বে আরেকটি ম্যাচে আগামী ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে জুনিয়র টাইগ্রেসরা।
মন্তব্য করুন