মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

চার ম্যাচ পর লা লিগায় বার্সেলোনার জয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০৭:৪৪ এএম

ক্রীড়া ডেস্ক: টানা চার ম্যাচ পর লা লিগায় জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা। ফেরমিন লোপেজের জোড়া গোলের পাশাপাশি আরও চার স্কোরারের সুবাদে প্রতিপক্ষ ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে রীতিমতো বিধ্বস্ত করেছে কাতালানরা। ৭-১ গোলের জয়ে রেকর্ডবুকেও নতুন কীর্তি গড়েছে তারা।এই ম্যাচেই কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে শততম গোলের মাইলফলকে পৌঁছে ক্লাবটি।

রোববার (২৭ জানুয়ারি) ঘরের মাঠে প্রতিপক্ষের ওপর এ তাণ্ডব চালায় বার্সা।

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বার্সা। স্কোরশিটে ডি ইয়ংয়ের নাম উঠলেও মূল কাজ করে রেখেছিলেন লামিনে ইয়ামাল। দুই ডিফেন্ডারের প্রতিরোধ পেরিয়ে ডি-বক্সে ক্রস করেন লামিনে ইয়ামাল। ডি ইয়ং বলের নিয়ন্ত্রণ নিয়ে জাল খুঁজে নেন। পঞ্চম মিনিটে রাফিনিয়ার বুলেট গতির শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে।অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তরেস। আলেহান্দ্রো বালদের ক্রসে সহজ গোল করেন তিনি। এরপর ভ্যালেন্সিয়া কিছুটা আগ্রাসী হতে চাইলেও সেটা হিতে বিপরীত হয়েছে তাদের জন্য। ১৪তম মিনিটে তৃতীয় গোল হজম করে তারা।

ইয়ামালের ব্যাকহিল থেকে বল পেয়ে ফারমিন লোপেজ বল বাড়ান রাফিনিয়ার দিকে। আগুয়ান গোলরক্ষক মামার্দিশভিলিকে পরাস্ত করতে বেগ পেতে হয়নি বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। ১০ মিনিট পরেই স্কোর লাইন ৪-০ করে ফেলেন লোপেজ। পাউ কুবারাসির বাড়ানো বল থেকে গোল করেন তিনি। মাঝে দুই সুযোগ মিসের পর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ৫ম গোলের দেখাও পেয়ে যায় বার্সা। রাফিনিয়ার শট ক্রসবার থেকে ফেরত এলে রিবাউন্ডে গোল করেন লোপেজ। ৫-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।

বিরতির পর অনেকটা খেলার ধারার বিপরীতে ৫৯তম মিনিটে ব্যবধান কমায় ভালেসন্সিয়া। দিয়েগো লোপেসের ক্রসে খুব কাছ থেকে জাল খুঁজে নেন দুরো। ৬৬তম মিনিটে ফের গোল করে বার্সেলোনা। রাফিনিয়ার বদলি নামা লেভানডফস্কি এবার স্কোরশিটে। ৭৫ মিনিটে নিজেদের ৭ম গোল পেয়ে যায় তারা।

৩১ ম্যাচে বার্সা ১০০ গোল দিয়েছিল ১৯৫৯ সালে। কোনো মৌসুমে ৩২ ম্যাচ শেষে এর চেয়ে বেশি গোল করেছে বার্সা মোটে তিন বার– ১৯৪২-৪৩ মৌসুমে ১০৬, ১৯৫৮-৫৯ মৌসুমে ১০৩ ও ২০১১-১২ মৌসুমে করেছিল ১০২ গোল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা