মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আইসিসির প্রধান নির্বাহীর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৪:৩৮ এএম

ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিওফ অ্যালারডাইস হঠাৎ পদত্যাগ করেছেন। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।

২০১২ সালে আইসিসিতে যোগ দেওয়া অ্যালারডাইস ২০২১ সালে সংস্থাটির প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পান। প্রায় তিন বছর দায়িত্ব পালনের পর সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ৫৭ বছর বয়সী এই ক্রিকেট প্রশাসক।

আইসিসির প্রকাশিত বিবৃতিতে অ্যালারডাইস বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের। বিশ্বব্যাপী ক্রিকেট ছড়িয়ে দেওয়া এবং আইসিসির সদস্যদের জন্য বাণিজ্যিক ভিত্তি স্থাপন করতে পেরে গর্বিত। এখন নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য এটি উপযুক্ত সময়।

আইসিসি আনুষ্ঠানিকভাবে অ্যালারডাইসের পদত্যাগের নির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, সাম্প্রতিক কিছু বিতর্কিত ঘটনার জেরে হয়তো পদ ছাড়তে হয়েছে তাকে। বিশেষ করে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সূচি ও ভেন্যু চূড়ান্ত করতে বিলম্ব, ভারতীয় দলের পাকিস্তানে না যাওয়ার অনিশ্চয়তা এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাজেট-সংক্রান্ত বিতর্ক, এসব কারণে চাপের মুখে ছিলেন অ্যালারডাইস।

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পাকিস্তানের অবস্থান এবং সূচি ঘোষণায় দেরি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে চিঠিও পাঠিয়েছিল। অন্যদিকে, টুর্নামেন্টটির মূল সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার স্পোর্টস সূচি প্রকাশে বিলম্ব করায় আপত্তি জানায় এবং চুক্তি অনুযায়ী ১০০ দিন আগে অনুষ্ঠান ও বিজ্ঞাপন প্রচারের বাধ্যবাধকতা মনে করিয়ে দেয়।

এছাড়া, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রয়োজনের তুলনায় বেশি অর্থ খরচের অভিযোগ উঠেছে। আইসিসির পরিচালনা পর্ষদের বেশ কয়েকজন সদস্য এ নিয়ে প্রশ্ন তোলেন। এর আগে গত জুলাইয়ে বিপণন ও যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং এবং আয়োজক কমিটির প্রধান ক্রিস টেটলি পদত্যাগ করেন। এবার তাদের পথ অনুসরণ করলেন অ্যালারডাইস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা