
		অনলাইন ডেস্ক: বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন দুপুরে বাফুফে ভবনে এসেছিলেন।
আজ বুধবার (২৯ জানুয়ারি) সাফের কাজে সেখানে প্রায় ঘণ্টা তিনেক সময় ছিলেন তিনি। গত ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনের পর দেশের কিংবদন্তি ফুটবলার আজই প্রথম ফেডারেশনে আসলেন।
বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতিতে দুই শীর্ষ ফেডারেশন ফুটবল ও ক্রিকেটের সভাপতি দায়িত্ব ছাড়ার পর সাধারণত ফেডারেশন বা বোর্ডমুখী হন না।
সালাউদ্দিনের আকস্মিক আগমনে ফুটবলাঙ্গনে কৌতূহল হঠাৎ তিনি কেন ফেডারেশনে? বাফুফে ভবন থেকে বেরিয়ে যাওয়ার পথে কাজী সালাউদ্দিন উপস্থিত সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সাফের কিছু টুর্নামেন্ট হোস্টিং (স্বাগতিক) করতে চায়। এটা নিয়ে কিছু কাজ ছিল।
গত ১৬ বছর কাজী সালাউদ্দিনের মূল পরিচয় ছিল বাফুফে সভাপতি। তিনি বাংলাদেশের ফুটবলের অন্যতম সেরা ফুটবলারও। বাফুফের নতুন কমিটি এসেছে ৩ মাস।
বাংলাদেশের ফুটবল কিংবদন্তি বাফুফে সভাপতি না থাকলেও ফুটবলের সঙ্গেই আছেন। সাফের সভাপতি পদে আছেন এখনও। সাফ এবার প্রথমবারের মতো হোম অর অ্যাওয়ে ভিত্তিতে টুর্নামেন্ট করতে চায়। এটা বাস্তবিক অর্থে কঠিন, কিন্তু আয়োজিত হলে বাংলাদেশ ও ভারতই বেশি লাভবান হবে বলে মনে করেন সালাউদ্দিন, ‘এরকম করার চেষ্টা অনেকদিনের। এই ভিত্তিতে খেলা হলে বাংলাদেশ ও ভারত কর্মাশিয়ালি বেশি বেনিফিটেড হবে। এটা বাস্তবায়ন করাও কঠিন। ভারত-পাকিস্তানের ভিসা ইস্যু আবার এখন বাংলাদেশের সঙ্গেও (ভারত)।’
বাফুফের সাবেক সভাপতির আগমনের দিন ছিলেন না বর্তমান সভাপতি তাবিথ আউয়াল। বাফুফের সূত্রমতে, সালাউদ্দিনের সময়ের কিছু বিষয়ে আনুষ্ঠানিকতা বাকি ছিল সেটা সম্পন্ন করতেই নাকি এসেছিলেন। বর্তমান সভাপতি তাবিথ আউয়ালও বিষয়টি অবগত আছেন বলে জানা গেছে। বাফুফের সাবেক সভাপতির আগমন উপলক্ষে সহ-সভাপতি ফাহাদ করিম, নির্বাহী সদস্য ইকবাল, জাকির, গাউস, শাহীন, হিল্টন ও কিরণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন