
		ক্রীড়া ডেস্ক : সেন্ট কিটসে নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ খেলায় আগামীকাল ভোরে মুখোমুখি হবে বাংলাদেশ এবং স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম্যাচে হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি ইতোমধ্যে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তৃতীয় ও শেষ খেলাটি কেবলই নিয়ম রক্ষার হলেও জয় দিয়ে হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। এদিকে, বাংলাদেশকে টানা তৃতীয় ম্যাচে হারিয়ে সিরিজ জয়ের সাথে হোয়াইট ওয়াশ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল। ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় খেলাটি শুরু হবে শনিবার ভোর ৪টায়।
মন্তব্য করুন