
		ক্রীড়া ডেস্ক: জাতীয় দলের নির্বাচক হিসেবে পথচলার শুরুটা হয়েছিল গত বছরের ফেব্র“য়ারিতে। এক বছর পর সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন হান্নান সরকার। শনিবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। হান্নানের পদত্যাগ কার্যকর হবে ১ মার্চ থেকে।
হঠাৎ কেন জাতীয় দলের নির্বাচক পদ থেকে সরে দাঁড়ালেন হান্নান? এ নিয়ে প্রায় সব গণমাধ্যমেই বলেছেন কোচ হতে চাওয়ার কথা। সকাল সন্ধ্যাও বললেন একই কথা, ‘‘নির্বাচকের কাজটা উপভোগ করছিলাম আমি। তবে আবার ফিরে যেতে চাই কোচিংয়ে। কোচ হিসেবে হয়ত আরও বেশি কিছু দিতে পারব আমি। ডিপিএলের কয়েকটা ক্লাবের সঙ্গে কথা চলছে। দেখা যাক কী হয়।’’
কোচিংয়ের লেভেল-টু কোর্স করেছেন হান্নান সরকার। বিপিএলে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির সহকারী কোচ ছিলেন তিনি (২০১২, ২০১৩, ২০১৬ ও ২০১৭ সালে)। ডিপিএলে ছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ব্যাটিং কোচ। এ ছাড়া হান্নান কোচিং করিয়েছেন বিসিবির এইচপি ইউনিট, এনসিএল ও বিসিএলে।
এরপর আসেন নির্বাচক প্যানেলে। বয়স ভিত্তিক জাতীয় দলের নির্বাচক ছিলেন ৮ বছর। বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে যুব বিশ্বকাপ ও দুটি যুব এশিয়া কাপ জিতেছেন হান্নান। তবে আবারও কোচিংয়ে ফিরতে গত তিন মাস ধরে বিসিবির শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা করছিলেন হান্নান। শনিবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্রটা জমা দিয়েছেন শুধু।
প্রিমিয়ার ক্রিকেট লিগকে সামনে রেখে এরই মধ্যে দুই-একটি ক্লাবের সঙ্গে আলোচনা শুরু করেছেন হান্নান। প্রথম শ্রেণির ক্রিকেটের পাশাপাশি ভবিষ্যতে বিপিএলেও কাজ করতে চান তিনি। কাজ করতে চান জাতীয় দলেও।
মন্তব্য করুন