মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ম্যান সিটিকে নম্র হতে শেখাল আর্সেনাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২২ এএম

ক্রীড়া ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৫-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে গানার্সরা যেন মাঠেই ফিরিয়ে দিলো সিটির তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ডের সেই বিখ্যাত কথার জবাব-(নম্র থাকো)।

ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরতি পর্বে আবার যখন আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি মুখোমুখি, তখন এই ‘নম্র’ হওয়ার বার্তাটাই বাতাসে ভাসছিল ব্যাপক আকারে। আর ম্যাচশেষে আর্সেনাল যেন আর্লিং হালান্ডকে ফিরিয়ে দিয়েছে তার সেই কথাটাই। ৫-১ গোলে গানার্সরা রীতিমত বিধ্বস্ত করেছে সিটিজেন্সদের। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা ম্যানসিটির জন্য যা বড় এক ধাক্কাই বটে।

শনিবার শিরোপা দৌঁড়ে আর্সেনালের মূল প্রতিদ্বন্দ্বী লিভারপুল বোর্নমাউথকে ২-০ গোলে হারিয়ে এগিয়ে যায় ৯ পয়েন্টে। দৌঁড়ে টিকে থাকতে তাই রোববার সিটিকে হারানো ছাড়া কোনো উপায় ছিল না মিকেল আর্তেতার শিষ্যদের। আর সেই কাজটা আর্সেনাল শেষ করেছে একেবারে ৫ গোল দিয়ে।

বিরতির পর ৫৫ মিনিটে আর্লিং হলান্ডের গোলে সমতা ফিরিয়েছিল সিটি। তবে এই গোলটা যেন আর্সেনালকে আরও বেশিই তাঁতিয়ে দিয়েছে। দুই মিনিট পরে থমাস পার্টের গোলে ২-১ গোলে এগিয়ে যায় আর্সেনাল। এরপর মাইলস লুইস-স্কেলি ৬২ মিনিটে গোল করে স্কোরলাইন করেন ৩-১।

সিটির জালে পরে আরও দুইবার বল জড়ান কাই হাভার্টজ ও এথান নোয়ানেরি। গ্যাব্রিয়েল দুটি সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধানটা আরও বড় হতে পারত।এই ম্যাচ দিয়ে সিটি ছয় ম্যাচ পরে প্রিমিয়ার লিগে হারের মুখ দেখেছে। ২৪ ম্যাচে সিটির পয়েন্ট ৪১, চতুর্থ স্থানে আছে দলটি। সমান ম্যাচে দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৫০। এক ম্যাচ কম খেলে লিভারপুল ৫৬ পয়েন্ট নিয়ে আছে সবার ওপরে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা