
		নিজস্ব সংবাদদাতা: বিপিএল ক্রিকেটের দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করেছে খুলনা টাইগার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্স ৯ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্সকে।
আগে ব্যাট করে রংপুর দল অলআউট হয় মাত্র ৮৫ রানে। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপের মুখে রংপুর দল। ৩২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে প্রথম পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করা দলটি। অধিনায়ক নুরুল হাসান ও আকিফ জাভেদের দৃঢ়তায় রংপুর সংগ্রহ ৮০ পেরুয়। খুলনা দলের মেহেদী মিরাজ ও নাসুম আহমেদ ৩টি করে উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক মিরাজ শুরুতে আউট হন। তবে মোহাম্মদ নাঈম ও অ্যালেক্স রসের দৃঢ়তায় ১০ ওভার ২ বলে জয়ের দেখা পায় খুলনা। এই জয়ে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত হয়েছে খুলনা টাইগার্সের। আর প্রথম পর্বে দারুণ খেলা রংপুর বিদায় নিলো এলিমিনেটর থেকেই।
একই ভেন্যুতে প্রথম কোয়ালিফায়ারে লড়ছে চিটাগাং কিংস ও ফরচুন বরিশাল। এই ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালে খেলার সুযোগ পাবে।
মন্তব্য করুন