
		ক্রীড়া ডেস্ক: বিপিএলের শেষভাগে এসে দেখা মিলছে বড় বড় সব তারকা ক্রিকেটারদের। সোমবার (৩ ফেব্রুয়ারি ) এলিমিনেটর ম্যাচে খুলনার বিপক্ষে আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্সকে মাঠে নামিয়েছিল রংপুর রাইডার্স। এবার নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার জেমস নিশামকে উড়িয়ে আনলো ফরচুন বরিশাল। আজ মঙ্গলবার (৪ফেব্রুয়ারি ) সকালে তিনি বরিশাল শিবিরে যোগ দিয়েছেন।
চিটাগংকে হারিয়ে সরাসরি ফাইনালে উঠে গেছে ফরচুন বরিশাল। কিউই অলরাউন্ডার জিমি নিশাম ফাইনালে খেলবেন দলটির হয়ে। হার্ড-হিটিং ব্যাটিং ও কার্যকরী মিডিয়াম পেস বোলিংয়ের কারণে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ভীষণ জনপ্রিয় এই ক্রিকেটার। তিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ফরচুন বরিশাল স্কোয়াডে আগে থেকেই বেশ কয়েকজন অভিজ্ঞ অলরাউন্ডার রয়েছেন। নিশামের অন্তর্ভুক্তি দলের ব্যাটিং-বোলিং গভীরতা নিঃসন্দেহে আরও বাড়াবে।
মন্তব্য করুন