
		ক্রীড়া ডেস্ক: টানা দ্বিতীয়বার বিপিএল’র চ্যাম্পিয়ন হওয়া বরিশাল দলকে সংবর্ধনা দেয়া হয়েছে বরিশাল নগরীর পক্ষ থেকে। রোববার এ উপলক্ষে নগরীর বলস্ পার্কের মঞ্চে কয়েক হাজার দর্শকের সামনে বিপিএল’র চ্যাম্পিয়ন ট্রফি তুলে ধরেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এসময় খেলোয়াড়দের অভিনন্দন জানান ক্রীড়া প্রেমী দর্শকরা।
গত আসরে প্রথমবার শিরোপা জয় করলেও, নানা কারণে শিরোপা নিয়ে বরিশাল ভ্রমণ সম্ভব হয়নি ফরচুন বরিশালের। তবে এবার আর বরিশালবাসীকে হতাশ করেনি দলটি। তামিমরা বরিশাল বিমানবন্দর পৌঁছানোর পর লাখো ক্রীড়াপ্রেমী বিভিন্ন স্লোগানে স্বাগত জানায়। এরপর বিমানবন্দর থেকে গাড়িবহর নিয়ে বিকেল ৪টায় বরিশাল নগরীর বেলসপার্কে ভক্তদের মাঝে পৌঁছায় বিপিএল শিরোপা। এসময় বরিশাল বিভাগের ক্রীড়াপ্রেমীরা ভুভুজেলা, ঢোলসহ নানা রকম বাদ্যযন্ত্র নিয়ে উল্লাস করতে থাকে।
বরিশাল বেলস্ পার্কের মঞ্চে কয়েক হাজার দর্শকের সামনে বিপিএল’র চ্যাম্পিয়ন ট্রফি তুলে ধরেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এসময় দু’হাত উঁচিয়ে শ্লোগন তোলে ক্রীড়া প্রেমিরা। দুপুর আড়াইটায় ট্রফি নিয়ে বেলস্ পাকে আসার কথা থাকলেও, ট্রফি নিয়ে খোলোয়াররা যখন মাঠে আসেন তখন ঘড়ির কাটায় চারটা চল্লিশ। প্রিয় খেলোয়াদের দেখার জন্য তবুও কোন অভিয়োগ নেই বরিশালের ক্রীড়া প্রেমীদের।
খুব অল্প সময় ছিলেন তামিম, মুশফিকরা। এসব তারকা খেলোয়াড়দের কাছ থেকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত দর্শকরা।
জনস্রোতের ঢেউ সামলাতে হিমশিম খেতে হয় আইন শৃংখলা বাহিনীর সদস্যদের। তখন চরম বিশৃঙ্খলা তৈরি হয়।
আগামী বিপিএলসহ সকল ধরনের জাতীয় খেলা মাঠে উপভোগ করতে বরিশাল স্টেডিয়াম আধুনিক মানসম্মতভাবে তৈরি করার দাবি জানায় স্থানীয় দর্শকরা।
মন্তব্য করুন