
		ক্রীড়া ডেস্ক: দীর্ঘ দিন ধরে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ সামলাচ্ছেন প্যাট কামিন্স, জস হ্যাজেলউড এবং মিচেল স্টার্ক। এই তিন অভিজ্ঞ পেসারকে কেন্দ্র করেই অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ সাজানো হয়। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই তিন পেসারের একজনকেও পাওয়া যাবে না। আগেই নিশ্চিত হয়েছিলো, ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না কামিন্স ও হ্যাজেলউডের। এবার শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার শিবিরে এলো আরও এক দুঃসংবাদ। দলের অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ককেও পাওয়া যাবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ব্যক্তিগত কারণ দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন স্টার্ক।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া মিনি বিশ্বকাপখ্যাত টুর্নামেন্টে তিনি থাকবেন না। পাকিস্তানে মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসিদের নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।
স্টার্কের সরে যাওয়া নিয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘আমরা মিচের (স্টার্ক) সিদ্ধান্তকে সম্মান করি। আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রতিশ্র“তি এবং অস্ট্রেলিয়ার হয়ে পারফর্ম করার যে অগ্রাধিকার তিনি দেন, সেটি অত্যন্ত প্রশংসনীয়। চোট ও প্রতিকূলতা সহ্য করে খেলেছেন এবং ক্যারিয়ারের অন্যান্য সুযোগ ছাড় দিয়ে দেশকে প্রাধান্য দিয়েছেন। তার অনুপস্থিতি অবশ্যই বড় ধাক্কা। তবে এটি অন্য কারো জন্য নিজেকে প্রমাণের সুযোগ তৈরি করবে। অস্ট্রেলিয়ার স্কোয়াডে নতুন করে যুক্ত হয়েছেন শন অ্যাবট, বেন ওয়ারশুইস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্পেন্সার জনসন ও তানভীর সাংগা। কুপার কনোলি ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকবেন।
অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড:
স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারে, বেন ওয়ারশুইস, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাংগা, ম্যাথিউ শর্ট, অ্যাডাম জাম্পা।
মন্তব্য করুন