মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

দুবাইয়ে চলছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৩ এএম

দুবাই সংবাদদাতা: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই লড়াই। ম্যাচটি সামনে রেখে বাংলাদেশ দল শনিবার স্থানীয় সময় দুপুর দেড়টা থেকে আইসিসি ক্রিকেট একাডেমিতে অনুশীলন করেছে।

বাংলাদেশ দলের খেলোয়াড়রা ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে বিশেষ নজর দিয়েছেন। কোচিং স্টাফের তত্ত্বাবধানে ক্রিকেটাররা স্কিল ট্রেনিং ও কৌশলগত অনুশীলন চালিয়ে গেছেন। বিশেষ করে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে লক্ষ্য রেখে বোলাররা বিশেষ পরিকল্পনার অনুশীলন করেছেন। পাওয়ার প্লে ও ডেথ ওভারে কার্যকরী বোলিং কৌশল নিয়েও আলাদা করে কাজ করা হয়েছে।

ব্যাটসম্যানরা নেট অনুশীলনে স্পিন ও পেস উভয় ধরনের বোলিংয়ে বিপক্ষে নিজেদের প্রস্তুত করেছেন। ওপেনারদের পাশাপাশি মিডল অর্ডারের ব্যাটসম্যানরাও দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেছেন। অন্যদিকে, ফিল্ডিং অনুশীলনে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যাচ মিসের ঘটনা এড়ানো যায়।

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ কঠোর অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন।

বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী এবং ভারতের বিপক্ষে শক্তিশালী পরিকল্পনা নিয়ে মাঠে নামবো। প্রতিটি খেলোয়াড় নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।’

২০ ফেব্রুয়ারি ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি টুর্নামেন্টের প্রথম ম্যাচ এবং জয় দিয়ে শুরু করাটা দলের আত্মবিশ্বাস বাড়াবে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে স্থানীয় সময় দুপুর ১টায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা