মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ইংলিশ লিগে হেরেছে ম্যান ইউ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৭ এএম

ক্রীড়া ডেস্ক: প্রিমিয়ার লিগে ম্যাডিসনের প্রথমার্ধের একমাত্র গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ এক জয় নিশ্চিত করেছে টটেনহ্যাম হটস্পার।

ঘরের মাঠে ১-০ গোলের এই জয়ে অ্যাঞ্জ পোস্টেকোগলুর দল রুবেন আমোরিমের ইউনাইটেডকে পেছনে ফেলে ১২তম স্থানে উঠে এসেছে, আর পরাজিত দলটি লিগ টেবিলের ১৫তম স্থানে নেমে গেছে।

অভিজ্ঞ মিডফিল্ডার ম্যাডিসনের প্রত্যাবর্তন টটেনহ্যামকে শক্তি যোগায়, এবং ম্যাচের ১৩তম মিনিটে ইউনাইটেড গোলকিপার আন্দ্রে ওনানার হাত থেকে ফিরিয়ে দেওয়া লুকাস বার্গভালের শটটি তিনি রিবাউন্ড থেকে জালে জড়ান। এটি ছিল নভেম্বরের শুরু থেকে টটেনহ্যামের ঘরের মাঠে প্রথম লিগ জয়।

তবে ইউনাইটেডের সুযোগ ছিল সমতা ফেরানোর, কিন্তু টটেনহ্যামের গোলরক্ষক গুগলিয়েলমো ভিকারিও দুর্দান্ত পারফরম্যান্স দেখান। বিশেষ করে দ্বিতীয়ার্ধে আলেহান্দ্রো গারনাচোর শক্তিশালী শট প্রতিহত করেন তিনি। প্রথমার্ধে বক্সের ভেতরে ফাঁকা পেয়ে গারনাচো বল বারের উপর দিয়ে মারেন, যা ইউনাইটেডের জন্য বড় সুযোগ নষ্টের একটি উদাহরণ। পরে জোশুয়া জির্কজিও কাছ থেকে হেড নিলে লক্ষ্যভ্রষ্ট করেন।

অন্যদিকে, এই জয় কিছুটা স্বস্তি এনে দিয়েছে টটেনহ্যাম কোচ অ্যাঞ্জ পোস্টেকোগলুর জন্য, যাদের পারফরম্যান্সও সম্প্রতি হতাশাজনক ছিল। পরবর্তী ম্যাচগুলোতে ইউনাইটেড কি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি তাদের দুর্দশা আরও বাড়বে তা সময়ই বলে দেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা