মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

৫০২ দিন পর গোল করলেন নেইমার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৯ এএম

ক্রীড়া ডেস্ক: অবশেষে গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। রোববার সাও পাওলো রাজ্য চ্যাম্পিয়নশিপে আগুয়া সান্তার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে নিজের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখেন তিনি।

চলতি বছরের জানুয়ারির শেষ দিকে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার। তবে প্রত্যাবর্তনের পর পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছিল। অবশেষে ৫০২ দিন পর প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করে সেই চাপ কিছুটা কমালেন ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সান্তোসের জার্সিতে এটি নেইমারের ২৩৪ ম্যাচে ১৩৯তম গোল।

ক্লাবটি ছেড়ে ২০১৩ সালে ইউরোপের পথ ধরেছিলেন তিনি, বার্সেলোনার হয়ে পা রাখেন ইউরোপিয়ান ফুটবলে। সর্বশেষ ২০২৩ সালের ৩ অক্টোবর সৌদি আরবের ক্লাব আল-হিলালের হয়ে গোল করেছিলেন নেইমার। এরপর একাধিক ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয় তাকে।

আল-হিলালের হয়ে এক বছরেরও বেশি সময়ের মধ্যে মাত্র সাত ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। চোটের কারণে ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করে জানুয়ারিতে ব্রাজিলে ফিরে আসেন নেইমার। তবে ইনজুরি-জর্জরিত সময় কাটানোর পর তার ফিটনেস ও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ছিল।

এই ম্যাচে নেইমার শুধু গোলই করেননি, বরং একটি অ্যাসিস্টও করেন। ১৪তম মিনিটে বক্সের ভেতর প্রতিপক্ষের ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করেন তিনি। পরে নিজেই শট নিয়ে প্রতিপক্ষ গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে বল জালে জড়ান। ম্যাচ শেষে নেইমারের দল সান্তোস ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। তবে ইনজুরি কাটিয়ে কতটা ধারাবাহিকতা দেখাতে পারেন নেইমার, সেটাই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা