মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

১০ বছর পর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় জিম্বাবুয়ের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১১ এএম

ক্রীড়া ডেস্ক: বেন কারানের প্রথম ওয়ানডে সেঞ্চুরির সৌজন্য সিরিজ নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে জিম্বাবুয়ে। ফলে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। ওয়ানডেতে ১০ বছর পর আইরিশদের বিপক্ষে এটি জিম্বাবুয়ের প্রথম সিরিজ জয়।

সব মিলিয়ে ২০২৩ সালের মার্চের পর এই প্রথম কোনো ওয়ানডে সিরিজ জিতলো জিম্বাবুয়ে। আর আইসিসির পূর্ণ সদস্যের বিপক্ষে ২০২২ সালের আগস্টের পর প্রথম।

বুধবার হারারেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৪০ রান করে আয়ারল্যান্ড। জবাবে ৯ উইকেট আর ৬৩ বল হাতে জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

আয়ারল্যান্ডের হয়ে ৯৯ বলে ৬৪ রান করেন ওপেনার অ্যান্ডি বালবির্নি। এছাড়া লরকান টাকার ৫৪ বলে ৬১, হ্যারি টেক্টর ৮৪ বলে ৫১, মার্ক অ্যাডায়ার ২৩ বলে অপরাজিত ২৬ রান করেন। জিম্বাবুয়ের হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন রিচার্ড এনগারাবা ও ত্রিভর ওয়ান্দু।

জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতেই ১২৪ রান তোলেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রিয়ান বেনেট ও বেন কারেন। দুর্ভাগ্যবশত ব্যক্তিগত ৪৮ রানের মাথায় আইরিশ পেসার গ্রাহাম হোমির বলে এলবিডব্লিউ হন বেনেট। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকাতে ভুল করেননি কারেন। ১৩০ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন তিনি। শুরু থেকেই মারমুখী এই ব্যাটার হাঁকান ১৪টি বাউন্ডারি। তার সঙ্গে ৫৯ বলে ৬৯ রানে অপরাজিত থেকে দল জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক ক্রেইগ ইরভাইন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা