মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যান সিটির বিদায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪২ এএম

ক্রীড়া ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের চলতি আসরের প্লে-অফ পর্ব থেকেই বিদায় নিতে হলো বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। এমবাপ্পের হ্যাটট্রিক গোলে সান্তিয়াগো বার্নাব্যুতে প্লে-অফের দ্বিতীয় লেগের খেলায় ইংলিশ জায়ান্টদের ৩-১ গোলে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনে উঠেছে স্বাগতিক রিয়াল মাদ্রিদ। ফরাসি ক্লাব পিএসজি থেকে আসার পর রিয়ালের জার্সিতে দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম হ্যাটট্রিকের মধ্য দিয়ে এখন পর্যন্ত নিজের সেরা ম্যাচটি খেলেছেন এমবাপ্পে, এমনটা বলাই যায়। ম্যানচেস্টার সিটির মতো শক্তিশালী দলকে রিয়াল মাদ্রিদ চেপে ধরতে পেরেছিলো খেলার শুরু থেকেই।

প্রথমার্ধের ৪ মিনিটের পর ৩৩ মিনিটে এমবাপ্পের জোড়া গোলেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে এমবাপ্পে তুলে নেয় চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের হয়ে নিজের প্রথম হ্যাটট্রিক।

এদিকে, খেলার শেষ পর্যায়ের অতিরিক্ত সময়ে নিকোলাস গোঞ্জালেজের একমাত্র গোলে ম্যান সিটি ব্যবধান কমালেও হার এড়াতে ব্যর্থ হয় পেপ গার্দিওলার দলটি। আর ৩-১ গোলের জয় দিয়ে শেষ ষোলোতে নিজেদের জায়গা নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যান সিটির ঘরের মাঠে প্রথম লেগের খেলায়ও ৩-২ গোলর জয় দিয়ে এগিয়ে ছিলো কার্লো আনচেলোত্তির দল। ফলে দুই লেগ মিলিয়ে সিটিকে ৬-৩ গোলে হারিয়েই আসর থেকে বিদায় জানালো রিয়াল মাদ্রিদ। আর জয় দিয়ে লস ব্লাঙ্কোসরা টিকিয়ে রাখলো রেকর্ড ১৬তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের আশা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা