
		ক্রীড়া ডেস্ক : ভক্তদের কাছে সবসময়ই বাড়তি উন্মাদনা যোগ করে ডিপিএল। বিপিএলের পর সবচেয়ে বেশি জাতীয় দলের ক্রিকেটার পাওয়া যায় কেবল এই ডিপিএলেই। আগামী ৩রা মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে এবারের ডিপিএল।
শনিবার এবং কাল রোববার দুই দিনব্যাপী চলবে ক্রিকেটারদের দলবদল। যে কারণে আসন্ন আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো। যেখানে বেশ খানিকটা এগিয়ে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলটি ইতোমধ্যেই বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে।
এর মধ্যে রয়েছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার। সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, তানজিম হাসান সাকিবরা লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে খেলবেন।
তবে দলটিকে আসন্ন ডিপিএলে নেতৃত্ব দেবেন যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার আকবর আলি।
তানজিদ হাসান তামিম, তৌফিক খান তুষার, মাহমুদুল হাসান জয়, জাকের আলি অনিক, আকবর আলী, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, টিপু সুলতান, সামিউল বসির রাতুল, সৌম্য সরকার, সাইফ হাসান।
মন্তব্য করুন