
		ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের এবারের অধ্যায়টা আশানুরূপ ছিলো না বললেই চলে। ব্যাটিং,বোলিং কিংবা ফিল্ডিং কোনোটিতেই ভক্তদের ঠিক মন ভরাতে পারেনি বাংলাদেশ। সবশেষ গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ডু অর ডাই ম্যাচেও ছিল বাংলাদেশ দলের বাজে ক্রিকেটের প্রদর্শনী।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে হারলেই বিদায় নিতে হতো। তবু বাংলাদেশের স্কোর বোর্ডে আগে ব্যাট করে এসেছে মোটে ২৩৬ রান। পরবর্তীতে তাসকিন আহমেদ এবং নাহিদ রানা শুরুতেই ব্রেকথ্রু এনে দিলেও সেটা আর হয়নি রাচিন রবীন্দ্র এবং টম ল্যাথামের দুর্দান্ত ব্যাটিংয়ের কল্যাণে। দুজনের ১২৯ রানের জুটিতে কার্যত ম্যাচ থেকেই ছিটকে গিয়েছে বাংলাদেশ।
রাচিন রবীন্দ্র পেয়েছেন বিশ্বরেকর্ড গড়া সেঞ্চুরি। ২৫ বছর বয়সে শচীন টেন্ডুলকারের চেয়ে বেশি আইসিসি ইভেন্ট সেঞ্চুরি এখন রাচিনের। সেই সঙ্গে ক্রিকেট বিশ্বে প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দুই অভিষেকেই সেঞ্চুরি করেছেন এই কিউই অলরাউন্ডার।
মন্তব্য করুন