
		ক্রীড়া ডেস্ক : আরব আমিরাতের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে দুবাই গেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
স্বাগতিক জাতীয় দলের বিপক্ষে আগামীকাল ও দোসরা মার্চ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আরব আমরিাত র্যাংকংিয়ে বাংলাদশেরে চেয়ে কিছুটা এগিয়ে থাকলওে সাম্প্রতিক সময়ে দলটির বিপক্ষে ভালো খেলেছে বাংলাদশে। সিনিয়র ফুটবলার না থাকলেও, জয় পেতে আশাবাদি পিটার বাটলারের শিষ্যরা।
এই সফর দিয়ে লম্বা বিরতির পর মাঠে নামছে বাংলাদশে। গত বছর ৩০ অক্টোবর নেপালরে বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর আর কোনো ম্যাচ খেলা হয়নি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের।
মন্তব্য করুন