
		ক্রীড়া ডেস্ক : পাঁচ ম্যাচের কাবাডি সিরিজের তৃতীয় খেলায় জয় দিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ কাবাডি দল।
পল্টন ময়দানে তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৪২-৩৭ পয়েন্টে হারিয়েছে নেপালকে। এই জয়ের ফলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।
ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের দিপায়ন গোলদার।
তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ইসরাইল হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।
পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ২৪ পয়েন্টের ব্যবধানে হারায় লাল সবুজের প্রতিনিধিরা। পাঁচটি লোনাসহ ৫৩-২৯ পয়েন্টে নেপালকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে হেরে পিছিয়ে পরেছিলো বাংলাদেশ।
আগামীকাল একই ভেন্যুতে বিকাল সাড়ে ৩টায় শুরু হবে সিরিজের চতুর্থ ম্যাচ।
মন্তব্য করুন