
		ক্রীড়া ডেস্ক : রাওয়ালপিন্ডিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ।
টানা বৃষ্টিতে মাঠে একটি বলও গড়ায়নি, টসও হয়নি। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগ করে নিয়েছে দুই দল।
নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিলো অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে এসে বৃষ্টির কারণে খেলতে না পারায় ভাগ করে ১ পয়েন্ট করে পেয়েছে দুই দল।
বাংলাদেশ সময় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর ৩টায়। এর আগে থেকেই তীব্র বৃষ্টি হওয়ায় আউটফিল্ড ছিল পুরো পানিতে ভর্তি। পরে, সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বৃষ্টি না থামায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
মন্তব্য করুন