মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

পাকিস্তানের তিন শহরে হবে এসএ গেমস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৩ এএম

ক্রীড়া ডেস্ক: নেপালে সর্বশেষ ২০১৯ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল সাউথ এশিয়ান (এসএ) গেমস। রীতি অনুযায়ী, ২০২৩ সালে পাকিস্তানে হওয়ার কথা ছিল দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ আসরটি। তবে কয়েক দফা পিছিয়ে এই সম্ভাব্য সূচি ছিল চলতি বছরের নভেম্বরে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের জানুয়ারিতে বসছে ১৪তম এসএ গেমনের আসর।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) লাহোরে অনুষ্ঠিত এসএ গেমস-সংক্রান্ত সভায় নতুন সূচি ঘোষণা করা হয়েছে। এতে ২০২৬ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারিতে লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে হবে এসএ গেমস। এর আগে কয়েক দফা পিছিয়ে এই গেমসের সর্বশেষ সম্ভাব্য সূচি ছিল চলতি বছর নভেম্বর। লাহোরে মঙ্গলবার এসএ গেমস সংক্রান্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু ও নির্বাহী সদস্য সিরাজউদ্দিন মো. আলমগীর।

তিনি জানান, ২৩ থেকে ৩১শে জানুয়ারি গেমসের সূচি নির্ধারিত হয়েছে। গেমস অনুষ্ঠিত হবে লাহোর, ফয়সালাবাদ ও ইসলামবাদ তিন শহরে। ওই সভায় গেমসের ডিসিপ্লিনও চূড়ান্ত হয়েছে। কোন শহরে কোন ডিসিপ্লিন হবে এটা পরবর্তীতে অবহিত করবে।

২০১৯ সালে নেপালের কাঠমান্ডু ও পোখারায় সর্বশেষ এসএ গেমস অনুষ্ঠিত হয়েছিল। সেই গেমসে উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ডিসিপ্লিন হকি ছিল না। অলিম্পিক হকিতে পাকিস্তানের পদক রয়েছে, ফলে স্বাভাবিকভাবেই আসন্ন গেমসে হকি রয়েছে ডিসিপ্লিনের তালিকায়।

সভায় বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে ভারতের একজন প্রতিনিধি জুম মিটিংয়ে সভায় যুক্ত ছিলেন। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ছাড়া বাকি সব দেশই পাকিস্তানে গিয়ে খেলছে। ভারতের ম্যাচগুলো হচ্ছে দুবাইয়ে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ভারত আগামী বছর নিজ দেশের ক্রীড়াবিদদের পাকিস্তানে এসএ গেমস খেলতে পাঠাবে কিনা ?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা