মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

কোপা দেল রে ফুটবলে জয় পায়নি বার্সেলোনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১১ এএম

ক্রীড়া ডেস্ক: স্প্যানিশ কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হয়েছে বার্সেলোনার। অ্যাতলেটিকো মাদ্রিদের নাটকীয় কামব্যাকে ৪-৪ গোলে শেষ হয়েছে রোমাঞ্চকর এক লড়াই।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে অলিম্পিক স্টেডিয়ামে হুলিয়ান আলভারেজের গোলে ম্যাচের এক মিনিটেই লিড নেয় অ্যাতলেটিকো। ৬ মিনিটে গ্রিজম্যানের গোলে ব্যবধান বাড়ায় দলটি। এরপরই দারুণ প্রত্যাবর্তন করে স্বাগতিকরা। ম্যাচের ১৯ মিনিটে পেদ্রির গোলে ব্যবধান কমায় বার্সা। ২ মিনিটের ব্যবধানে রাফিনহার কর্নারে কুবার্সির হেডে সমতায় ফেরে কাতালানরা।

প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে মার্টিনেজের গোলে এগিয়ে যায় বার্সা। ৫ গোলে শেষ হয় প্রথমার্ধ। এরপর দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে চতুর্থ গোল আদায় করে নেয় বার্সেলোনা। লামিন ইয়ামালের দারুণ ড্রিবলিংয়ের পর পাস বাড়িয়ে দেন রবার্ট লেভানডোভস্কির কাছে, তা টোকা দিয়ে গোল করেন এই পোলিশ স্ট্রাইকার। দুই গোলের লিড পাওয়ার পর সকলেই ভেবেছিল ম্যাচটি সহজেই জিততে যাচ্ছে বার্সেলোনা। তবে শেষ সময়ের দুই গোলে ম্যাচ ড্র করে অ্যাতলেটিকো।

৮৪তম মিনিটে মার্কোস লরেন্টে ডি-বক্সের বাইরে থেকে জোড়াল শটে গোল করেন। আর ম্যাচে বাড়ানো সময়ের তৃতীয় মিনিটে লিনোর পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান আলেকজান্ডার সারলোথ। আগামী দোসরা এপ্রিল অ্যাতলেটিকোর মাঠে হবে ফিরতি লেগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা