মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবকাশে গেছেন মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৪ এএম

ক্রীড়া ডেস্ক: শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যায় বাংলাদেশ ক্রিকেট দল। তবে ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ হয়েছে বাংলাদেশের। এতে দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনার হচ্ছে।

দিনেশ কার্তিকের পর পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম মাহমুদউল্লাহ’র সমালোচনা করেছেন। তিনি বলেন,অভিজ্ঞ এই ক্রিকেটার খেলা নয়, বরং অবকাশ যাপনে গেছেন। ওয়াসিম পুরোনোদের বাদ দিয়ে বাংলাদেশকে তারুণ্যনির্ভর দল গড়ার পরামর্শ দিয়েছেন।

গেল সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের হারে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে। ওই দিন মাহমুদউল্লাহ আউট হয়েছেন ৪ রানে। এরপর ১০৫ রানে থাকা অবস্থায় রাচিন রবীন্দ্রর একটি ক্যাচ তার হাত থেকে ফসকে যায়।

ম্যাচশেষে এক অনুষ্ঠানে ওয়াসিম আকরাম বলেন, ‘এটা সহজ ক্যাচ ছিল! মনে হচ্ছে মাহমুদউল্লাহ অবকাশ যাপনে এসেছে। না ব্যাটিং হচ্ছে, না বোলিং হচ্ছে।

অপরদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ম্যাচ মিলিয়ে ২ রান করেছেন মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহ’র সঙ্গে এই উইকেটরক্ষককে বিদায় বলে দেয়ার পরামর্শ দিয়েছেন ওয়াসিম।

আন্তর্জাতিক ক্রিকেটে ৯১২ উইকেটের মালিক এই পেসার বলেন, বাংলাদেশ মাহমুদউল্লাহ এবং মুশফিকের মতো খেলোয়াড়কে নিয়ে এসেছে যারা যথাক্রমে ৩৯ ও ৩৭ বছর বয়সী। সাদা বলের জন্য তরুণ খেলোয়াড়দের তৈরি করুন। তাদের লাল বলে খেলতে দেয়া উচিত। সাদা বলের ক্রিকেটের মানে হচ্ছে ভয়ডরহীন। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটা দল তৈরি করা, এটা নিয়ে এখন বাংলাদেশের ভাবা প্রয়োজন। বর্তমানে সাদা বলের দুই সংস্করণের মধ্যে একটি খেলে থাকেন মাহমুদউল্লাহ ও মুশফিক।

সমালোচনার পাশাপাশি প্রশংসাও সমানভাবে ফুটে উঠেছে ওয়াসিমের মুখ থেকে। পাকিস্তানের সাবেক অধিনায়ক মুগ্ধ নাহিদ রানায়। তিনি বলেন, আমি প্রথমবার রানার বোলিং দেখেছি। উইলিয়ামসনের সামনে করা তার বলটা দেখুন, কেমন সুইং করেছে। দুর্দান্ত! তার উদযাপনও আমার পছন্দ হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা