
		নিজস্ব সংবাদদাতা: রাওয়ালপিন্ডিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে আজ নিজেদের শেষ খেলায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে টানা হেরে এক খেলা হাতে রেখেই আসর থেকে বিদায় নিশ্চিত হয় নাজমুল হোসেন শান্তর দলের। শেষ খেলায় জয় দিয়েই এবারের আসরটা স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ।
এদিকে, নিজেদের শেষ খেলায় জয়ের লক্ষ্য স্বাগতিক পাকিস্তানেরও। বাংলাদেশ সময় খেলাটি শুরু হবে বৃহস্পতিবার বিকাল ৩টায়।
এবারের আসরে শিরোপা জেতার লক্ষ্য নিয়েই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায় বাংলাদেশ দল। কিন্তু নাজমুল শান্তরা প্রথম দুই ম্যাচের একটিও জিততে পারেনি। মাঠে বাজে পারফরম্যান্সের মধ্য দিয়ে বাংলাদশ দলের ক্রিকেটাররা চরম ব্যর্থ হয়েছে। তাতে ১ ম্যাচ বাকি থাকতেই আসর থেকে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশ দলের।
তাই গ্র“প পর্বে, নিজেদের তৃতীয় ও শেষ খেলাটি কেবলই নিয়ম রক্ষার, প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। বাংলাদেশের লক্ষ্য জয় দিয়ে আসর শেষ করা।
এদিকে, স্বাগতিক দল হয়েও, চলতি আসরে প্রথম দুই ম্যাচে জয়হীন পাকিস্তান। তাই শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে অন্তত জয় দিয়ে নিজেদের মাঠে আসরের ইতি টানতে চায় বাবর আজম-রিজওয়ানরা।
মন্তব্য করুন