
		ক্রীড়া ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের আসরে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন রেকর্ড গড়েছে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান।
লাহোরে ইংল্যান্ডের বিপক্ষের খেলায় আগে ব্যাট করে জাদরানের ১৪৬ বলে সর্বোচ্চ ১৭৭ রানের ইনিংসে ভর করে ৩২৫ রানের বড় সংগ্রহ করে আফগানিস্তান। ১৭৭ রানের ইনিংস খেলে জাদরান পেছনে ফেলেছেন ১৬৫ রান করা ইংল্যান্ডের বেন ডাকেটকে। নিজেদের ওয়ানডে ইতিহাসে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রানের সংগ্রহও পেয়েছে আফগানিস্তান। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এটি তাদের দলীয় সংগ্রহের রেকর্ড।
লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৫ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১৭৭ রান করেছেন ইব্রাহিম। এছাড়া, ২৪ বলে ৪০ রান করেছেন মোহাম্মদ নবি।
মন্তব্য করুন